Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

প্রতিশ্রুতিশীল, মেধাবী, সাহসী ও সৃজনশীল  জনসংখ্যার এ বিরাট অংশকে  উৎপাদনমূখী ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূলধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে চলেছে। দেশ গঠনে যুব সমাজের দায়িত্ব বোধ জাগ্রতকরা, গঠনমূলক মানসিকতা সৃষ্টি ও সুশৃংখলকর্মী বাহিনী হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে  যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখী কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন করে আসছে। ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়। সে ধারাবাহিকতায় ১৯৮৮ সালে সাতক্ষীরা জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় স্থাপন করা হয়। বর্তমানে সাতক্ষীরা শহরের খুলনা-সাতক্ষীরা সড়কের তালতলা নামক স্থানে অফিসটির অবস্থান।