গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অদিদপ্তর সাতক্ষীরা।
বিষয় : কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন প্রতিবেদন।
১. পরিদর্শনের তারিখ ও সময় : ১৬/১০/২০১৯ খ্রিঃ সময় : সকাল ১০.৩০ ঘটিকায়।
২. পরিদর্শনকৃত অফিসের নাম ও ঠিকানা : উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কালিগঞ্জ,সাতক্ষীরা।
৩. সর্বশেষ পরিদর্শনের তারিখ ও সময় : ১৪/০২/২০১৯ খ্রিঃ সময় : সকাল ১১.০০ ঘটিকায়।
৪. সর্বশেষ পরিদর্শন মন্তব্যের উপর গৃহীত ব্যবস্থা : ৮০% ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৫. অফিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারী সম্পর্কিত তথ্যঃ
ক্রমিক নং |
কর্মকর্তা/কর্মচারীর পদবি | সংখ্যা |
১ | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা | ০১ |
২ | ক্রেডিট সুপারভাইজার | ০১ |
৩ | অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর | ০১ |
৪ | ক্যাশিয়ার | ০১ |
৫ | অফিস সহায়ক | ০১ |
৬. শূন্য পদের বিবরণ :
ক্রমিক নং | পদবী | পদের সংখ্যা |
০১ | ক্রেডিট সুপার ভাইজার | ০২ |
৭. মোট বেকার যুব সংখ্যা কত ? প্রায় ১৮৫০ জন । ডাটাবেজ আছে কি না?- নাই।
৮. নিবন্ধনকৃত যুব সংগঠনের সংখ্যাঃ ০৭ টি।
৯. বর্তমান অর্থবছরের বাজেট :
উন্নয়ন | অনুন্নয়ন | মোট |
০ |
(রাজস্ব -৩৫,৯৭,৩০০/- + ন্যাশঃ সার্ভিস - ৮,৩৮,৩৭,০০০/-) |
৮,৭৪,৩৪,৩০০/- |
১০. প্রশিক্ষণ বাজেট : ২,৩৫,০০০/-
১১. প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের ঋণ প্রদান সংক্রান্ত তথ্য :
সংখ্যা জন | ঋণ বিতরন লক্ষ্যমাত্রা | অগ্রগতি | ঋণের পরিমান | ঋণ আদায়ের হার |
৫৪ | ১২,০০,০০০/- | আত্নকর্ম ৮,৯০,০০০/- | ৮,৯০,০০০/- | ৯৭% |
১২. ন্যাশন্যল সার্ভিস কর্মসূচীতে গত ৬ মাসে প্রশিক্ষণ প্রাপ্ত ক) যুব : ০ খ) যুব মহিলা : ০।
১৩. গত ৬ মাসে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত ক) যুব: ০৬ জন খ) যুব মহিলা : ০১ ।
১৪. গত ১ বছরে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শেষে সৃজিত আকর্মীর সংখ্যা, ক) যুব : ০২ খ) যুব মহিলাঃ ০।
১৫. গত ৬ মাসে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত (ক) যুব : ১১৯ জন (খ) যুব মহিলা : ৫৬ জন।
১৬. গত ১ বছরে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শেষে সৃজিত আতœকর্মীর সংখ্যা (ক) যুব : ৩৭জন (খ) যুব মহিলা : ০৩ জন।
১৭. দক্ষ ও উৎপাদনক্ষম যুব সমাজ গঠনে কি ধরনের উদ্ভাবনী পরিকল্পনা গ্রহন করা হয়েছে ? (যদি থাকে)
১৮. স্থানীয় চাহিদার প্রেক্ষিতে কোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে ঃ মৎস্য চাষ, গরু মোটাতাজাকরণ, হাঁসমুরগী পালন, ছাগল পালন,
টার্কি পালন।
১৯. প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য হতে কর্মর্সস্থানের জন্য কতজন বিদেশে গমন করেছেন ?
যুব সংখ্যা | যুব মহিলা সংখ্যা | দেশের নাম |
০২ | ০১ | সৌদি আরব,মালেশিয়া |
২০. প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের কর্মসংস্থানেরবিষয়ে কি ধরণের পরামর্শ প্রদান করা হয় ? তাদের কর্মদক্ষতা ও এলাকার চাহিদার ভিত্তিতে প্রকল্প
গ্রহণে পরামর্শ ও ঋণের মাধ্যমে আতœকর্মসংস্থানে সহযোহিতা করা হয়।
২১. প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের জীবন মানের পরিবর্তন পর্যালোচনার জন্য কোন ধরণের পরিবীক্ষণ করা হয়? হাঁ ।
২২. যুব সংগঠনের মাধ্যমে কোন কোন বিষয়ে জনসচেতনতা মূলক সভা হয়েছে ?
বিষয় | সভার তারিখ ও স্থান | উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ও পদবী |
বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন | তারিখ : ১৬/৯/২০১৯ খ্রিঃ। স্থানঃ মৌতলা ইউনিয়ন পরিষদ , কালিগঞ্জ, সাতক্ষীরা। |
১. জনাব সাঈদ মেহেদী , উপজেলা পরিষদ চেয়ারম্যান, কালিগঞ্জ, সাতক্ষীরা। ২ সরদার মোস্তফা শাহিন, উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ, সাতক্ষীরা। ৩ শেখ আনোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি,কালিগঞ্জ, সাতক্ষীরা। |
২৩ . শুদ্ধাচার বাস্তবায়ন পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে কি না ? প্রক্রিয়াধীন ।
২৪. বিশেষ চাহিদাসম্পন্ন যুব/যুব মহিলাদের জন্য কি ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয় ? বিশেষ ধরণের কোন প্রশিক্ষনের ব্যবস্থা নেই,
তবে সকল প্রকার চলমান প্রশিক্ষনে অগ্রাধিকার প্রদান করা হয়।
২৫. অভিযোগ গ্রহণ/প্রতিকার ব্যবস্থা আছে কি না? - আছে।
২৬. উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের কর্ম পরিবেশ বিষয়ে মতামত (যুববান্ধব/পরিবেশ বান্ধব) : কার্যালয়র নিরাপত্তা ব্যবস্থা ভাল। কর্ম পরিবেশ সন্তোষজনক ও যুব বান্ধব ।
স্বা :
(মো: রফিকুল ইসলাম)
পরিদর্শনকারী কর্মকর্তার
স্বাক্ষর ও সীল
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS